রাজ্যে লকডাউনের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়ল, আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন
- karankit11

- May 27, 2021
- 1 min read
গত ১৬ মে থেকে রাজ্যে যে লকডাউন শুরু হয়েছে তার মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে সর্বস্তরে কৌতূহল তৈরি হয়েছিল। চলতি লকডাউনের মেয়াদ ৩০ মে শেষ হওয়ার কথা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একে লকডাউন বলা ঠিক হচ্ছে না। কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই বিধিনিষেধ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হল। ইয়াসের কারণে রাজ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে এদিন নবান্নে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই এক সময়ে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের উদ্দেশে বলেন, 'আলাপন তা হলে লকডাউনটা আরেকটু বাড়াই আমরা। জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত বিধিনিষেধ গুলো বজায় থাকবে।পরে আবার মুখ্যমন্ত্রী বলেন, 'দয়া করে একে লকডাউন বলবেন না। কার্ফু বলবেন না। কারণ কার্ফুর তো আলাদা আইন। লকডাউনের অন্য আইন। ইতিবাচক যে কোভিডের সংক্রমণ এই বাধা নিষেধের জন্য কিছুটা হলেও কমেছে'।






Comments