করোনা ও যশ থেকে মানুষ যাতে রক্ষা পায় তার কামনায় আজ বিষ্ণুর অন্যতম অবতার নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে মহাযজ্ঞের আয়োজন করেছে দুর্গাপুরের ইসকন মন্দির ৷ দক্ষিণ ভারত থেকে দুর্গাপুরের ইসকন মন্দিরে নৃসিংহদেবের বিগ্রহ নিয়ে আসার পাশাপাশি দক্ষিণ ভারত থেকে নৃসিংহদেবের মন্দিরের প্রধান পুরোহিতও এসেছেন ।
করোনা ও যশ থেকে মানুষ যাতে রক্ষা পায় তার কামনায় আজ বিষ্ণুর অন্যতম অবতার নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে মহাযজ্ঞের আয়োজন করেছে দুর্গাপুরের ইসকন মন্দির ৷ দক্ষিণ ভারত থেকে দুর্গাপুরের ইসকন মন্দিরে নৃসিংহদেবের বিগ্রহ নিয়ে আসার পাশাপাশি দক্ষিণ ভারত থেকে নৃসিংহদেবের মন্দিরের প্রধান পুরোহিতও এসেছেন ।
নেপাল থেকে নিয়ে আসা হয়েছে 108 টি শালগ্রাম শিলা । আজ সকাল থেকেই দুর্গাপুরের ইসকন মন্দিরে মানবজাতির করোনা মুক্তি এবং এই দেশের বিভিন্ন রাজ্য যাতে ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্ত না হয় সেই কামনায় শুরু হয়েছে পূজাপাঠ ও যাগযজ্ঞ । করোনা বিধি মাথায় রেখেই ইসকন মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি ভক্তবৃন্দকে । শুধুমাত্র এখানকার মন্দিরের পরিচালকমণ্ডলী এই মহাযজ্ঞে সামিল হন ।
দুর্গাপুর ইসকন মন্দিরের প্রধান সেবাইত প্রভু ঔদার্য চন্দ্র দাস জানালেন, "মানবজাতির কল্যাণ কামনার্থে এই মহাযজ্ঞ । করোনা মুক্ত পৃথিবীর কামনায় আজ আমরা সকাল থেকেই এই মহাযজ্ঞের আয়োজন করেছি । অন্যদিকে ঘূর্ণিঝড় যশের আগমনে যাতে করে আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেই কামনার্থে এই যজ্ঞানুষ্ঠান ।"
Comentários